শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

কবিতাঃ চলে যাওয়া


আজকে যে চলে গেছে সীমানার ওপারে
পৃথিবীর সব মায়া ছেড়ে দিয়ে, একেবারেই
মহাকালের অসীমে-
সে তো একরকম মুক্তিই পেল,
পাপাচার থেকে, জগতের সমস্ত পঙ্কিলতা থেকে;
আর যারা রয়ে গেল পাথর চেপে বুকে-
তারাও একদিন স্থিত হবে
সময়ের প্রয়োজনে;
থাকবে কেবল স্মৃতি, হাসি-কান্নার ইতিহাস;
ভালবাসার অদেখা ঋণ।

অনন্ত জীবনের স্বপ্ন নেই তো কোন-
তবে কেন মিথ্যে এ হাহাকার!
অচীনলোকের মৃত্তিকাঘরে একাকী বসবাস;
এটাই শেষ নিয়তি- নির্মম সত্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপন্যাসঃ ফেরা (পর্বঃ ২১ - ২৫ - শেষ পর্ব)

এ ই উপন্যাসটিতে সম্মুখ সমরের কোন ঘটনা তুলে ধরা হয়নি।  ওয়ারফ্রন্টের কোনও দৃশ্য নেই। তবে এই লেখায় মূলত যে গল্পটি বলার চেষ্টা ক রা হয়েছে  তা মু...