শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

কবিতাঃ সবকিছু ভুলে যাই

সবকিছু ভুলে যাই আজ;
হয়ত ভুল করে, তবুও মনে পড়ে
ফেলে আসা স্মৃতির ভাগ্নাংশ।
ধুলোমাখা পথ ধরে হেঁটে যাই, একাকী;
পাশে পড়ে থাকে স্মৃতিময় শৈশব-
এক টুকরা পোড়া সিগারেটের মত।
মুঠো মুঠো স্বপ্ন কুড়নো অতীত উঁকি দিয়ে যায়,
বেগুনি কচুরীপানার ফাঁকে ডাহুকের ডাক,
ঘুঘু ডাকা নিঝুম দুপুর- তাও আজ ভুলে যাই।
ক্লান্ত প্রহর ফুরালে একেকটা দিন আসে,
শিশির ভেজা রাতের শেষে- ঝরা পাতার দিন আসে;
বাউল মনে পাগলা হাওয়ার দোলাও লাগে,
শিশির ঝরা প্রাভাতে, মেঠোপথের ধারে-
লজ্জাবতীর লাজ ভাঙানো ক্ষণগুলোও ভুলে যাই।
ছায়া ঘেরা শান্ত পুকুরে রিনিঝিনি ঢেউ ওঠে-
শীতল জলের পরে’; গাছের পাতার ফাঁক গলে
উদাসী আকাশের ছায়ারা কাঁপে। ঘোর লাগা সন্ধ্যায়-
দূরে দাঁড়িয়ে একাকী গাঙচিল নদীর জলে ছায়া দেখে,
গোধূলি লগ্ন বয়ে যায়, এমনি করেই;
সবকিছু ভুলে যাই আজ।
বয়ে চলা যাপিত জীবনের ভার সয়ে
তুমিও কি আজ ভীষণ ক্লান্ত,
নাকি ঘুম ভাঙা পাখির ডানায়
প্রভাত রাঙা আলো খোঁজো?
হয়ত তুমিও ভুলে যাও সবকিছু, আমারই মত।
তারপর অবলীলায় বলতে পার
পথের ধুলোয় পড়ে থাকা দিনগুলো
আজ কেবলই ফেলে আসা জঞ্জাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপন্যাসঃ ফেরা (পর্বঃ ২১ - ২৫ - শেষ পর্ব)

এ ই উপন্যাসটিতে সম্মুখ সমরের কোন ঘটনা তুলে ধরা হয়নি।  ওয়ারফ্রন্টের কোনও দৃশ্য নেই। তবে এই লেখায় মূলত যে গল্পটি বলার চেষ্টা ক রা হয়েছে  তা মু...