রঙমাখা
মেকি জীবনের হাতছানি নয়,
নয় মহামূল্য
দামী পোশাকি ভালোবাসার প্রলোভন,
বাবুই
পাখীর মত-
একমুঠো
সুখ দিতে পারো কি আমায়?
কিংবা
সন্ধ্যার মায়াবী জোছনায়
একগুচ্ছ
ভালোবাসার কবিতা?
নিদেনপক্ষে
তোমার হাতটি বাড়িয়ে দিও
নিঃস্বার্থ
ভালোবাসায়।
চাই
না গোলাপের আবিরমাখা বিলেতি সুগন্ধি,
ঝলমলে
প্রাসাদে সাজানো সুখের পশরাও আরাধ্য নয়,
ক্লান্ত
দেহখানি নিয়ে যখন ফিরবো
ভাঙা
ঘরের দাওয়ায়-
তোমার
ভালোবাসার আঁচলখানা বিছিয়ে দিও শুধু,
ডাহুক
ডাকা ভোরে
শিশিরমাখা
পরশটুকু বুলিয়ে দিও।
লাজ
ভেঙে উর্বসী মেঘেরা যখন
ঝরে
পড়বে উদাসী বিকেলে
মেঘলা
আধারি প্রহরে অপেক্ষায় থেকো কেবল, আর
ঝরা
বকুলের বাসি গন্ধটুকু
বুকের
মাঝে জমিয়ে রেখো যত্ন করে;
এক
সমুদ্র ভালবাসা নিয়ে
আমি
ঠিকই শুষে নেবো তোমার সবটুকু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন