শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

কবিতাঃ নক্ষত্রের রাত



আলো-অন্ধকারে হেঁটে যাই, সন্ধ্যার নির্জনতায়;
ওখানে কোলাহলমুখর নগরী-
ব্যস্ত ঘরে ফেরার আয়োজনে।
যান্ত্রিক হুইসেলগুলো শীষ কেটে যায়
মাতাল বাতাসের বুক চিরে,
শিশির ভেজা পথে স্থির অপেক্ষায় দাঁড়িয়ে-
নীলকণ্ঠী পাখীদের দল;  
ভালবাসাহীন বিজন পথের বাঁকে
অলীক স্বপ্নের বুননে ক্লান্ত সওয়ারি
হীম কুয়াশায় প্রহর জাগে;
ওখানে জ্যোৎস্না লুকায় মেঘের আড়ালে
নিরেট পাথরের বুকে ঝ’রে পড়া শিশিরের কান্না
পৃথিবীর সকল সুখ ছাপিয়ে নোঙর করে অচেনা বন্দরে;
ক্ষণিকের সৌধ গড়া শেষে আহত পাখীর মত
ডানা ঝাপটায়- বসন্তের জমাট অন্ধকারে।
দূরে একাকী জেগে থাকে নক্ষত্রের রাত-
নীল চাঁদোয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপন্যাসঃ ফেরা (পর্বঃ ২১ - ২৫ - শেষ পর্ব)

এ ই উপন্যাসটিতে সম্মুখ সমরের কোন ঘটনা তুলে ধরা হয়নি।  ওয়ারফ্রন্টের কোনও দৃশ্য নেই। তবে এই লেখায় মূলত যে গল্পটি বলার চেষ্টা ক রা হয়েছে  তা মু...