আমি শেকল দিয়ে বেঁধেছি
আমার প্রেম,
বিষাদ-জলে এঁকেছি
জীবনের জলছবি,
রাতের গভীরে ধারণ করেছি
নিশীথের কান্না-
আর, আঁধারের মাঝে খুঁজে চলেছি
অন্ধকারের আলো।
আমার প্রেম,
বিষাদ-জলে এঁকেছি
জীবনের জলছবি,
রাতের গভীরে ধারণ করেছি
নিশীথের কান্না-
আর, আঁধারের মাঝে খুঁজে চলেছি
অন্ধকারের আলো।
দুঃখ ভোলার মন্ত্র কি কেউ জানো?
মৃত্যু! বিভীষিকা? কিংবা
ভালবাসাহীন ভালোবাসার প্রহসন?
ওরা ভালবাসতে জানে না;
ওরা পাথরের বুকে আঘাত হেনে
ফোঁটায় সুখের ফুল,
বুকের মাঝে কান্না চেপে গায়-
দুঃখ জয়ের গান।
মৃত্যু! বিভীষিকা? কিংবা
ভালবাসাহীন ভালোবাসার প্রহসন?
ওরা ভালবাসতে জানে না;
ওরা পাথরের বুকে আঘাত হেনে
ফোঁটায় সুখের ফুল,
বুকের মাঝে কান্না চেপে গায়-
দুঃখ জয়ের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন