মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

কবিতাঃ দুঃখ জয়ের গান


আমি শেকল দিয়ে বেঁধেছি
আমার প্রেম,
বিষাদ-জলে এঁকেছি
জীবনের জলছবি,
রাতের গভীরে ধারণ করেছি
নিশীথের কান্না-
আর, আঁধারের মাঝে খুঁজে চলেছি
অন্ধকারের আলো।
 
দুঃখ ভোলার মন্ত্র কি কেউ জানো?
মৃত্যু! বিভীষিকা? কিংবা
ভালবাসাহীন ভালোবাসার প্রহসন?
ওরা ভালবাসতে জানে না;
ওরা পাথরের বুকে আঘাত হেনে
ফোঁটায় সুখের ফুল,
বুকের মাঝে কান্না চেপে গায়-
দুঃখ জয়ের গান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপন্যাসঃ ফেরা (পর্বঃ ২১ - ২৫ - শেষ পর্ব)

এ ই উপন্যাসটিতে সম্মুখ সমরের কোন ঘটনা তুলে ধরা হয়নি।  ওয়ারফ্রন্টের কোনও দৃশ্য নেই। তবে এই লেখায় মূলত যে গল্পটি বলার চেষ্টা ক রা হয়েছে  তা মু...