রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

কবিতাঃ মা


কতবার মনে করতে চেয়েছি তোমাকে!
কতবার স্মৃতির ঘরে হানা দিয়েছি,
ভাবতে চেয়েছি তোমার মুখচ্ছবি! পারিনি;
আমি কোনদিনই জানতে পারিনি-
তুমি কেমন ছিলে মা!

তোমার স্নেহের ছায়া হারিয়ে ফেলেছি সেই কবে!
শিশু বেলায়; মায়ের আদর কেমন হয়
আমাকে কেউ জানাতে পারেনি কোনদিন।
তোমার কোলে মাথা রাখার ইচ্ছেটা
নিজের ভিতরই চেপে রেখেছিলাম;
সেই এতটুকুন বয়সে মেনে নিয়েছিলাম- আমার একাকীত্ব,
তুমি বিনে আমার ছোট্ট জগত;
সেদিন ছোট্ট বুকের কান্না কেউ দেখতে পায়নি।

জানি, অন্তিম মূহুর্তেও তোমার চেতনায় ছিলাম একমাত্র আমি;
একটা অপূর্ণতা নিয়েই অভিমানে চলে গেছ তুমি-
সীমানার ওপারে,
তোমার জীবদ্দশায় আমি হাঁটতে শিখিনি-
এ নিয়ে কত আফসোস তোমার!
এই দেখ মা, তোমার ছেলে আজ হেঁটে বেড়াচ্ছে
এ প্রান্ত থেকে ও প্রান্তে, নিজের পৃথিবীতে,
শুধু তুমি নেই আজ!

যেদিন বেঁচে থাকার জন্য সাতার কেটেছি-
এ ঘাট থেকে ও ঘাটে, মনে মনে তোমাকেই খুঁজেছি,
আমার শূন্যতায়, আমার একাকীত্বে
ভেবে নিয়েছি- তুমি আছ আমার পাশেই,
আমার অস্তিত্বে;  
ছায়ার মত।


নিভৃত স্বপ্নচারী
১১ই মে, ২০১৪



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপন্যাসঃ ফেরা (পর্বঃ ২১ - ২৫ - শেষ পর্ব)

এ ই উপন্যাসটিতে সম্মুখ সমরের কোন ঘটনা তুলে ধরা হয়নি।  ওয়ারফ্রন্টের কোনও দৃশ্য নেই। তবে এই লেখায় মূলত যে গল্পটি বলার চেষ্টা ক রা হয়েছে  তা মু...