১.
নাচঘরে জ্বলে উঠেছে নীল আলো,
নীরব রাত্রিতে ঘুমিয়ে পড়েছে নক্ষত্রেরা,
যুদ্ধক্ষেত্রে প্রস্তুত শানিত তরবারি
অপেক্ষা শেষ বাঁশি বাজার।
২.
আর কত করিবে লম্ফ-ঝম্ফ?
এবার ক্ষান্ত দাও,
তোমার রক্তচক্ষুকে উপেক্ষা করার সাহস
এখন ঐ পথের ভিখারিও রাখে।
৩.
জল দাও,
অভিশপ্ত আগুনে পুড়ে যাওয়া
দহনের শেষে-
পোড়া মাটির প’রে জল দাও।
৪.
রাত্রির বেলা ভূমিতে
নির্বাসিত আকাশ ঘুমায়,
এখন সময় হয়েছে-
তোমার জেগে ওঠার,
হে আমার প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন