বেয়াড়া
ফাল্গুনে উষ্ণ আলিঙ্গনের রেশ ফুরালে-
পড়ে
থাকে অভিশপ্ত পরিযায়ী জীবনের উচ্ছিষ্ট।
মৌন প্রহরে নিরেট দেয়ালের ওপাশে দাঁড়িয়ে
আলো আঁধারিতে সুখের বেসাতি সাজাই-
মৌন প্রহরে নিরেট দেয়ালের ওপাশে দাঁড়িয়ে
আলো আঁধারিতে সুখের বেসাতি সাজাই-
বিষাদ
নীলে। তখন-
স্খলিত
বৈশাখে স্বপ্ন ভাঙার আওয়াজ শোনা যায়।
মাতাল জোছনার মদিরায়-
মাতাল জোছনার মদিরায়-
স্নানের
সব আয়োজন শেষ হলে
ফিরে
যাই- একান্তে,
গভীর
নৈশব্দের অতলে ডুবে যেতে যেতে
জেগে উঠি আরেকবার,
জেগে উঠি আরেকবার,
চাতালে
সাজাই- সবুজ ভালোবাসার অরণ্য,
অভিশপ্ত নগরীর অচেনা আঁধারের সীমানা পেরিয়ে
অভিশপ্ত নগরীর অচেনা আঁধারের সীমানা পেরিয়ে
বিমূর্ত
পূর্ণিমার মাধুরীতে-
ভরে
নিয়ে বুকের নিরেট কুঠুরি
বিশ্বস্ত অনলে পুড়ব বলে ঝাপ দিতে রাজি-
বিশ্বস্ত অনলে পুড়ব বলে ঝাপ দিতে রাজি-
জ্বলন্ত অগ্নিকূপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন