রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

কবিতাঃ ফানুস



জলরঙে আঁকা জীবন,
শিল্পীর বিমূর্ত ক্যানভাসে- চেনা সুখ,
হাসি-কান্নার বাহারি জলছবি।
মোমজোছনার নিরেট আলোয়
দুঃখ ভোলার স আয়োজন শেষ হলে
অবিনাশী কবিতা লিখে যায় কবি। 
অনন্ত রাত্রির অদ্ভুত আঁধার ফুরালে
সূর্যের রঙ খোঁজে শিশিরের ভাঁজে,
মেঘলা দুপুরে এক পশলা বৃষ্টি
বদলে দিয়ে যায় জীবনের রঙ,
তখন- বাদলা দিনের পাগলা হাওয়া
সুখের রঙিন ফানুস ড়ায়,
সময় ঘড়ি উল্টোপথে চলে, খোঁজে- 
সুখের আকাশ, নাটাই ঘুড়ি;
পাখীর ডানায় ক্ষ’য়ে যাওয়া ক্ষণ
সুর তোলে ভাঙা বীণায়,
আলোর পাখি উড়ে যায় দূরে
-
পড়ে থাকে
শূন্য খাঁচা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

উপন্যাসঃ ফেরা (পর্বঃ ২১ - ২৫ - শেষ পর্ব)

এ ই উপন্যাসটিতে সম্মুখ সমরের কোন ঘটনা তুলে ধরা হয়নি।  ওয়ারফ্রন্টের কোনও দৃশ্য নেই। তবে এই লেখায় মূলত যে গল্পটি বলার চেষ্টা ক রা হয়েছে  তা মু...